চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অগ্রগতি, তবে শুল্ক চুক্তি ট্রাম্পের সম্মতির ওপর নির্ভর
লস এঞ্জেলেসে গাড়ি দুর্ঘটনায় মৃত ১, আহত আরেক
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের মন্টেবেলোতে রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ১ জনের মৃত্যু হয়েছে ও আরও ১ জন আহত হয়েছে।
মন্টেবেলো পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে অলিম্পিক বোলেভার্ড অ্যান্ড টেইলর অ্যাভিনিউতে এই দুর্ঘটনা ঘটে।
সিটি ডিরেক্টর অব পাবলিক অ্যাফেয়ার্স এবং আইটি মিশেল শি জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অলিম্পিক বোলেভার্ডের সাইডওয়াকে ধাক্কা দেয়। এতে চালকের আসনে থাকা ব্যক্তির তৎক্ষনাৎ মৃত্যু হয়। অপর যাত্রী গুরুতর আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন