চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অগ্রগতি, তবে শুল্ক চুক্তি ট্রাম্পের সম্মতির ওপর নির্ভর
ক্যালিফোর্নিয়ার জরুরি অবস্থা তুলে নেওয়া হবে আগামী বছর
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় করোনা নিয়ন্ত্রণে জারি করা স্টেট অব ইমার্জেন্সি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হতে পারে বলে জানিয়েছেন গভর্নর গেভিন নিউসাম।
সোমবার (১৭ অক্টোবর) এই ঘোষণা দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম।
আগামী শীত মৌসুমের শেষ পর্যন্ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর স্টেট অব ইমার্জেন্সি তুলে দেওয়া হবে কী না, সেটি বিবেচনা করা হবে। স্বাস্থ্যব্যবস্থা যেনো হুট করেই করোনার সংক্রমণ বাড়লে ভেঙ্গে না পড়ে, তার জন্য এই পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
করোনা পরিস্থিতি সামলাতে এবং টিকা কার্যক্রমসহ অন্যান্য পরিস্থিতি সামাল দিতে স্টেট অব ইমার্জেন্সি জারি করা হয় ক্যালিফোর্নিয়ায়।
নিউসাম জানান, ২০২৩ সালের ২৮ জানুয়ারি স্টেট অব ইমার্জেন্সি তুলে নেওয়া হবে। তবে এর পরেও স্মার্টার প্ল্যান নামের একটি প্রোগ্রাম চালু রাখা হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন