চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অগ্রগতি, তবে শুল্ক চুক্তি ট্রাম্পের সম্মতির ওপর নির্ভর
লস এঞ্জেলেসে আগাম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসে মধ্যবর্তী নির্বাচনের বাকি রয়েছে আরও ৯ দিন। তবে ইতোমধ্যেই আগাম ভোট প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
শনিবার (২৯ অক্টোবর) থেকে কাউন্টির বিভিন্ন স্থানে ১২টির বেশি আগাম ভোট গ্রহণ সেন্টার চালু হয়েছে। ভোটাররা আগেভাগেই তাদের ভোট সেখানে প্রদান করতে পারবেন।
নরওয়াকের লস এঞ্জেলেস কাউন্টি রেজিস্ট্রার- রেকর্ডার/কাউন্টি ক্লার্কস অফিস হেডকোয়ার্টারে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়া ৫ দশমিক ৬ মিলিয়ন ভোটারদের কাছে ভোট বাই মেইল ব্যালট প্রদান করা হয়েছে।
শনিবার থেকে ৭ নভেম্বর পর্যন্ত ১১৮টি ভোট কেন্দ্র সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকবে। ৫ নভেম্বর থেকে কাউন্টির ৬৪০টি ভোট কেন্দ্রই চালু করা হবে।
নির্বাচনের দিন পর্যন্ত বাসিন্দারা যে কোনো একটি ভোট সেন্টারে ভোট প্রদান করতে পারবে। এক্ষেত্রে রেসিডেন্স এরিয়া কোনো সমস্যা হবে না।
নির্বাচনের দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট সেন্টার চালু থাকবে।
locator.lavote.gov এই ঠিকানা থেকে ভোটাররা তাদের নিকটবর্তী ভোটকেন্দ্র খুঁজে নিতে পারবে। এছাড়া ড্রপ বক্সের মাধ্যমে ভোট-বাই-মেইল প্রদান করতে পারবে ভোটাররা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন