চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অগ্রগতি, তবে শুল্ক চুক্তি ট্রাম্পের সম্মতির ওপর নির্ভর
লস এঞ্জেলেস মেয়র প্রার্থী কারেনকে ওবামার সমর্থন
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের মেয়র প্রার্থী কারেন বেইজের প্রতি শনিবার (২৯ অক্টোবর) সমর্থনের ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
বারাক ওবামা জানান, ডেমোক্রেটিক কারেন বেইজ সবসময় যে কোনো বিষয়ে নিজের সঠিক অবস্থান নিশ্চিত করে ন্যায্য কাজটি করে থাকেন।
এক বিবৃতিতে ওবামা ভোটারদের কারেন বেইজকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, লস এঞ্জেলেস এর কারেনের মতো একজন মেয়র প্রয়োজন। তিনি শুরু থেকেই আমার ও সাধারণ মানুষের পাশে থেকেই কাজ করে গেছেন।
এছাড়া ওবামা কারেনকে ভিডিও কলে শুভেচ্ছা জানান এবং বলেন যে কারেন নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তিনি বেশ আশাবাদী।
বেইজ প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারী প্রেসিডেন্ট হিসেবে স্বল্প তালিকায় স্থান পেয়েছিলেন। তিনি জানান যে ওবামার সমর্থন পেয়ে তিনি আনন্দিত ও সম্মানিত।
কারেন বেইজ বর্তমানে ক্যালিফোর্নিয়া ৩৭ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট এর রিপ্রেজেনটেটিভ হিসেবে আছেন। এরপূর্বে ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলিতে কর্মরত ছিলেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন