চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অগ্রগতি, তবে শুল্ক চুক্তি ট্রাম্পের সম্মতির ওপর নির্ভর
কুকুরের হামলায় গুরুতর আহত কিশোরী
ছবি: এলএবাংলাটাইমস
থাউজ্যান্ড ওকসে এক পাল কুকুরের হামলায় গুরুতর আহত হয়েছে এক কিশোরী। রবিবার (৩০ অক্টোবর) বিকেলে ঘটনাটি ঘটেছে বলে কর্তৃপক্ষ জানায়।
কর্তৃপক্ষ জানায়, ৩টা ৩০ মিনিটের দিকে ম্যানজানিটা লেনের ১০০ ব্লকের কাছে ১৬ বছর বয়েসী কিশোরীর উপর হামলা চালায় অন্তত ৫টি কুকুর হামলা করে।
ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানান, পাঁচটি কুকুরই ক্যান কোরসস জাতের ছিল। ওই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছানোর পরও কুকুর হামলা চালিয়ে যাচ্ছিল। একপর্যায়ে কুকুরগুলি ভয় পেয়ে পালিয়ে যায়।
ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, কিশোরী আর কুকুরগুলো একই বাড়িতে থাকতো। কিশোরীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মৃত্যুর আশঙ্কা নেই বলেই জানায় কর্তব্যরত চিকিৎসকরা।
কুকুরগুলিকে আটক করে এলএ কাউন্টি অ্যানিমেল কন্ট্রোলে রাখা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন