লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
হলিউড হিলসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গাড়ি চাপা দেওয়ার অভিযোগে ২১ বছর বয়েসী ১ যুবকের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ দায়ের করা হয়েছে।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে ভালমার রোডের ওয়েস্ট মুলহোল্যান্ড এর ২৩১০০ ব্লকের কাছে দুর্ঘটনাটি ঘটে।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ভ্যালি ট্রাফিক ডিভিশনের ল্যাফটেনেন্ট ম্যাথিউ বেইলস্কি জানান যে, একটি টয়োটা গাড়ি উচ্চগতিতে এসে ফোর্ড মুসটাং একটি গাড়িকে এসে ধাক্কা মারে। এতে দুইটি গাড়িতেই আগুন ধরে যায়।
পুলিশ জানায়, গাড়িতে আগুন ধরে যাওয়ার পর দ্রুত দমকলকর্মীরা সেটি নিয়ন্ত্রণ করে। কিন্তু মুসটাং গাড়িতে থাকা দুইজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মৃত দুইজনের নাম অ্যান্ড্রু বুলো এবং মার্কো।
অ্যান্ড্রু বুলো মালিবুর মুনশ্যাডোজ রেস্টুরেন্টের ১জন অংশীদার ছিলেন। আর টয়োটা গাড়ির চালক কেভিন গঞ্জালেস দুর্ঘটনার পর গাড়ি থেকে বের হতে সক্ষম হয় ও মৃদু হতাহত হয়। কেভিনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন