ক্যালিফোর্নিয়ায় বিরাজ করবে শীতল আবহাওয়া
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় প্রথম বড় মৌমুমি ঝড়ে বুধবার (০২ অক্টোবর) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অর্ধেকাংশে বৃষ্টিপাত হয়েছে৷ আর এর প্রভাবে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাজ্যজুড়ে বিরাজ করবে শীতল আবহাওয়া।
উইন্টার ওয়েদার অ্যাডভাইজরি বা শৈত্যপ্রবাহ সতর্কতা ইতোমধ্যে জারি করা হয়েছে। বৃহস্পতিবার এ তাপমাত্রা আরও কমে যাবে। তবে এদিনই অধিকাংশ অঞ্চলের মেঘ কেটে যাবে।
লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে বৃহস্পতিবার তাপমাত্রা সর্বোচ্চ বিরাজ করবে ৬৪ ডিগ্রী সেলসিয়াস। অঞ্চল থাকবে রৌদ্রজ্জ্বল কিন্তু শীতল। তাপমাত্রা রাতে নেমে আসবে ৪৯ ডিগ্রী।
এছাড়া উপত্যকা অঞ্চল এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে তাপমাত্রা ৬৩ ডিগ্রীতে নেমে আসতে পারে। এছাড়া রাতে তাপমাত্রা কমে আসতে পারে ৪৭ ডিগ্রীতে।
এছাড়া সৈকত এলাকায় বৃষ্টিপাত হবে তাই সকালে শীতল আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি তাপমাত্রা নেমে আসবে ৬০ ডিগ্রীতে। শুক্রবার তাপমাত্রা বেড়ে হবে ৭৪ ডিগ্রী।
পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। রাতে সেটি নেমে আসবে ১৭ ডিগ্রী সেলসিয়াসে।
উপত্যকা অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৫১ ডিগ্রী সেলসিয়াস। রাতে তাপমাত্রা কমে আসবে ৩৯ ডিগ্রীতে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন