ক্যালিফোর্নিয়ায় কমছে জ্বালানির মূল্য
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় কমতে শুরু করেছে গ্যাসোলিনের মূল্য। জুন এবং অক্টোবরের শুরুর দিকের রেকর্ড মূল্য থেকে ধীরে ধীরে কমছে মূল্য।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) সূত্র জানায়, ক্যালিফোর্নিয়ায় শুক্রবার (৪ অক্টোবর) প্রতি গ্যালন রেগুলার গ্যাসোলিনের মূল্য ছিল ৫ ডলার ৪৭৫ সেন্ট। বৃহস্পতিবার মূল্য ছিল ৫ ডলার ৪৯ সেন্ট।
এছাড়া ১ মাস আগের থেকে বর্তমান মূল্য কম রয়েছে ৯৩ সেন্ট। তখন প্রতি গ্যালন জ্বালানির মূল্য ৬ ডলার ৪১ সেন্ট ছিল।
লস এঞ্জেলেস কাউন্টিতেও জ্বালানির মূল্য আগের থেকে কমতে শুরু করেছে। গত ১ মাসে গ্যাসোলিনের মূল্য কমেছে ৯৬ সেন্ট। বর্তমানে লস এঞ্জেলেস এবং লং বিচ কাউন্টিতে গ্যাসোলিনের গড় মূল্য হলো ৫ ডলার ৫২৯ সেন্ট।
তবে এখনও জাতীয় গড় মূল্য থেকে ক্যালিফোর্নিয়ায় জ্বালানির মূল্য অন্তত ২ ডলার বেশি রয়েছে। বর্তমানে গ্যাসোলিনের জাতীয় গড় মূল্য হলো ৩ ডলার ৭৯২ সেন্ট।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন