সিটি কাউন্সিল নির্বাচনে বাজিমাত নবাগত মেইজার
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস সিটি কন্ট্রোলার পদে বাজিমাত করেছেন ৩১ বছর বয়েসী নবাগত রাজনীতিবিদ কেনেথ মেইজা। বুধবার (৯ নভেম্বর) পর্যন্ত তিনবারের সিটি কাইন্সিলম্যান পল কর্টেজের বিরুদ্ধে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে।
ইতোমধ্যে প্রাথমিক ফলাফলের পর রাজনীতিতে নতুন এই যুবক তাঁর জয় ঘোষণা করে টুইট করেছেন। এর আগে জুন প্রাইমারিতে ৪৩ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি, আর কর্টেজ পায় ২৩ শতাংশ ভোট।
দ্য সিটি কন্ট্রোলার লস এঞ্জেলেস কাউন্টির চিফ অ্যাকাউন্টিং অফিসার, ওভারসিয়িং অডিটস, অ্যাকাউন্টিং অপারেশনস অ্যান্ড ফাইনান্সিয়াল রিপোর্ট এবং সিটি ডিপার্টমেন্টের উৎকর্ষ বাড়াতে কাজ করে।
মেইজার ক্যাম্পেইন ওয়েবসাইট সূত্র জানায়, সিটির গৃহহীন বাজেট, গৃহহীনদের অডিট খরচসহ অন্যান্য আরও কিছু বিষয়ে বিস্তারিত অ্যাকাউন্টিং খরচ তুলে ধারার আশ্বাস দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন