“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
হাসপাতালে যাওয়ার আগেই এনাহেইম ফ্রিওয়েতে ভূমিষ্ঠ হলো শিশু
ছবি: এলএবাংলাটাইমস
এনাহেইমের ফাইভ ফ্রিওয়েতে ভূমিষ্ঠ হলো একটি শিশু। সাউদার্ন ক্যালিফোর্নিয়া হাসপাতালে পৌঁছানোর আগেই ফ্রিওয়েতে শিশুটির জন্ম হয়।
শিশুটির পিতা জানায়, তার গর্ভবতী স্ত্রী হঠাৎ করেই ডেলিভারি ব্যথা অনুভব করলে গাড়ি নিয়ে দ্রুত হাসপাতালের দিকে রওনা হয় তারা। কিন্তু এর আগেই শিশুটি ভূমিষ্ঠ হয়ে যায়।
বুধবার রাতে শিশুটির জন্ম হয়েছে বলে জানান শিশুটির পিতা জেফরি। তিনি বলেন, শিশুটির মাথা অনেকটাই বের হয়ে গিয়েছিল। বাকিটা আমি টেনে বের করে আনি।
জেফরি জানান, আমার স্ত্রী অনভব করতে শুরু করেন যে তার ডেলিভারির সময় প্রত্যাশিত সময়ের থেকে আগে ঘনিয়ে এসেছে। আমরা তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বের হই কিন্তু আমার স্ত্রী বুঝতে পারেন শিশুটির মাথা অনেকটাই বের হয়ে এসেছে। এরপর আমি সেখানেই বাচ্চাকে বের করি। প্রথমে আমি ভয় পেলেও আমার স্ত্রী আমাকে সাহস দেন।
জন্ম নেওয়া শিশুটি একটি মেয়ে শিশু। সে বর্তমানে সুস্থ আছে ও আইসিইউতে ভর্তি আছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন