“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
শেরিফ পদে ব্যবধান ধরে রেখেছেন লুনা
এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ নির্বাচনে শুক্রবার (১১ নভেম্বর) পর্যন্ত ক্ষমতাসীন অ্যালেক্স ভিলানুয়েভার বিরুদ্ধে লিড ধরে রাখতে সক্ষম হয়েছেন সাবেক লং বিচ পুলিশ প্রধান রবার্ট লুনা।
সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লুনা ভোট পেয়েছেন ৫৮ দশমিক ৩৮ শতাংশ এবং ভিলানুয়েভা ভোট পেয়েছেন ৪১ দশমিক ৬২ শতাংশ।
বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, লুনা ভোট পেয়েছেন ৫৮ শতাংশ আর ভিলানুয়েভা ভোট পেয়েছেন ৪২ শতাংশ। লুনার মোট ভোট ৮ লাখ ২০ হাজার ৮৩২টি এবং ভিলানুয়েভার ভোট হলো ৫ লাখ ৮৫ হাজার ১৬৪ টি।
চার বছর আগে ক্ষমতাসীন জিম ম্যাকডোনালকে পরাজিত করে শেরিফ কাউন্টি নির্বাচিত হয়েছিলেন অ্যালেক্স ভিলানুয়েভা। তবে এবার নিজেই লুনার কাছে পরাজিত হতে যাচ্ছেন তিনি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন