“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
মেয়র নির্বাচন: ব্যবধান বাড়াচ্ছেন বেইজ
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে কংগ্রেসওমেন কারেন বেইজের সাথে ডেভেলপার রিক কারুসোর ব্যবধান বেড়েই চলেছে৷ এখন পর্যন্ত ৯ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কারেন বেইজ। এখনও সব ভোট গণনা শেষ হয়নি।
শনিবার (১২ নভেম্বর) লস এঞ্জেলেস কাউন্টি রেজিস্ট্রার- রেকর্ডার/কাউন্টি ক্লার্ক প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা গেছে, বেইজ ভোট পেয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ বা ৩ লাখ ৬ হাজার ৯৯০টি। কারুসো পেয়েছেন ৪৯ দশমিক ৩ ভোট বা ২ লাখ ৯৭ হাজার ৫২৭ ভোট।
এখনও লাখো ভোট গণনা বাকি রয়েছে। ভোট গণনা শেষ করে চূড়ান্ত ফল প্রকাশ করতে কয়েক দিন বা সপ্তাহ লেগে যেতে পারে। ভোট সংক্রান্ত পরবর্তী তথ্য সোমবার বিকাল ৪টা থেকে ৫টা নাগাদ দেওয়া হবে বলে জানায় ইলেকশন অফিস।
বেইজের কমিউনিকেশন ডিরেক্টর সারাহ লিওনার্ড শিহান জানান, বেইজ শিবির আশা করছে শেষ পর্যন্ত জয় তাদের পক্ষেই যাবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন