ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
স্যান বার্নার্ডিনো থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ছবি: এলএবাংলাটাইমস
স্যান বার্নার্ডিনোর একটি ট্রাফিক স্টপ থেকে ফেন্টালিন আর মেথামফেটামিনের বড় একটি চালান আটক করেছে কর্তৃপক্ষ।
স্যান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, বৃহস্পতিবার ইস্ট নাইনথ স্ট্রিট ২০০ ব্লকের একটি ট্রাফিক স্টপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, অত্র এলাকার গাড়ি ও বাড়িতে অভিযান চালিয়ে ১০৪ পাউন্ড ফেন্টানিল পিল এবং ৫ দশমিক ১২ আউন্স মেথ এবং একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
শেরিফ ডিপার্টমেন্ট এর বেশি তথ্য প্রকাশ করেনি। সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান এখনও অব্যাহত আছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন