ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ক্যালিফোর্নিয়ায় আরএসভিতে মৌসুমের প্রথম শিশুর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় এই শীত মৌসুমে প্রথমবারের মতো ফ্লু ও রেসপিরেটোরি সাইনসাইশিয়াল ভাইরাসে (আরএসভি) ১ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ (সিডিপিএইচ) এই তথ্য জানায়।
তবে সিডিপিএইচ গোপনীয়তা রক্ষায় এখনই এর বেশি তথ্য প্রকাশ করেনি।
সিডিএইচপি ডিরেক্টর ড. থমাস অ্যারাগন জানান, শিশু ও সদ্যজাতদের জন্য এই রেসপিরেটরি ডিজিজ ভয়াবহ হয়ে উঠতে পারে। এই মৌসুমের প্রথম মৃত্যু তা আবার নিশ্চিত করলো।
তিনি অভিভাবকদের প্রতি দ্রুত শিশুদের ফ্লু ও করোনার টিকা দিতে আহবান জানান। শীতের মৌসুমে আরএসভি, ফ্লু এবং করোনার সংক্রমণ বেড়ে যায় বলে সতর্ক করেন থমাস।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, আরএসভি সাধারণ রেসপিরেটরি ভাইরাস এবং মৃদু সর্দি কাশি জ্বরের মতো উপসর্গ দেখা যায়।
সিডিসি জানিয়েছে, বেশিরভাগ মানুষ এটির থেকে ২ দিনে সরে যায় কিন্তু শিশু এবং বয়স্কদের জন্য এটি বিপদের কারণ হতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন