“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
লস এঞ্জেলেসে গুলিতে নারীর মৃত্যু, হত্যাকারী পলাতক
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস ডাউনটাউনের ঐতিহাসিক হেওয়ার্ড হোটেল ভবনে বন্দুকের গুলিতে ১ নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) রাতে এই বন্দুক হামলাটি হয়।
পুলিশ এই বন্দুক হামলার তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, হেওয়ার্ড হোটেলের ওয়েস্ট সিক্সথ স্ট্রিটের ২০০ ব্লকের কাছে রাত ১১টার দিকে হামলাটি ঘটে।
তদন্তকারী দল জানায়, ওই নারী ভবনের ভাড়াটিয়া ছিল এবং বয়স ৩০ বছর। তাকে ১৪ তলায় গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু লাশ লবিতে পাওয়া গেছে।
প্রথমে একজন ওই নারীকে গুলিতে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
হত্যাকারীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। এই বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন