ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ফন্টানায় অগ্নিকাণ্ড: বাড়ি ও বানিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত
ছবি: এলএবাংলাটাইমস
সান বার্নার্ডিনো কাউন্টির ফন্টানায় বাতাসের প্রভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১টি বাড়ি এবং আরেকটি বানিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট বুধবার (১৬ নভেম্বর) রাতে জানায়, টেন ফ্রিওয়ের কাছে বয়েল অ্যান্ড ক্যাটাওবা অ্যাভিনিউ এর কাছে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ঘটনাস্থল পরিদর্শনের পর দমকল কর্মকর্তারা জানান, নিকটবর্তী কোনো ট্রাক ইয়ার্ড থেকে আগুনের সূত্রপাত হয়ে বাড়ি ও একটি বানিজ্যিক ভবনে ছড়িয়ে যায়। এতে বেশ কয়েকটি গাড়িও পুড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে দমকল কর্মীদের। ওই স্থানে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। তবে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন