“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
ইতিহাসে ১ম কৃষ্ণাঙ্গ মেয়র পেল লস এঞ্জেলেস
ছবি: এলএবাংলাটাইমস
ইতিহাসে ১ম বারের মতো নারী মেয়র পেল লস এঞ্জেলেস কাউন্টি। রিপ্রেজেনটেটিভ কারেন বেইজ ডেভেলপার রিক কারুসোর বিরুদ্ধে জয় তুলে নিয়েছেন।
বুধবার (১৬ নভেম্বর) এবিসি নিউজের প্রজেকশনে এই তথ্য এসেছে।
এখন পর্যন্ত ৭০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে কারেন বেইজ ৪৭ হাজার ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন। বেইজ পেয়েছেন ৫৩ দশমিক ১ শতাংশ ভোট ও কারুসো পেয়েছেন ৪৬ দশমিক ৯ শতাংশ ভোট।
বেইজ লস এঞ্জেলেসের প্রথম নারী মেয়র এবং দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। নির্বাচনে জয় লাভের খবর কংগ্রেশনাল অফিসে বসেই পেয়েছেন তিনি।
নির্বাচনে জয় লাভের খবর শোনার পর বেইজ সংবাদ বিবৃতিতে জানান যে তিনি প্রথমদিন থেকেই কাজ করা শুরু করবেন।
এদিকে কারেন বেইজের জয়ের খবর প্রকাশ হওয়ার পর রিক কারুসো ফোনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
বেইজ আগামী মাস থেকে এরিক গারসেটির স্থলাভিষিক্ত হবেন। তিনি কাউন্টির গৃহহীন সমস্যা, সিটিভকাউন্সিলের বর্ণবাদী স্ক্যান্ডাল নিয়ে কাজ শুরু করবেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন