“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
ওয়াটার পোলোর কিশোরী অ্যাথলেটদের যৌন হয়রানি: কোচের কারাদণ্ড
ছবি: এলএবাংলাটাইমস
কয়েক বছর ধরে ১০ টিনএইজ শিশুকে যৌন হয়রানির অভিযোগে অরেঞ্জ কাউন্টির ওয়াটার পোলো কোচকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বুধবার (১৬ নভেম্বর) এই রায় দেয় আদালত।
অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস সূত্র জানায়, ওই কোচের নাম বাহরাম হোজরে (৪৬)। তার বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং শিশুদের শারীরিক লাঞ্চনার অভিযোগসহ ২২টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান আদালত।
২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়েসী নয়জন ওয়াটার পোলো প্লেয়ারকে যৌন নিগ্রহ করে বলে আদালত জানায়। এছাড়া আরও পাঁচ বছর ধরে দশজনের বেশি অ্যাথলেটকে শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে।
লস আলমিটোসের জয়েন্ট ফোর্সেস ট্রেনিং বেইজের ট্রেনিং সেশনে পানির নিচে বেশিরভাগ লাঞ্চনার শিকার হয়েছে ওই টিনএইজ কিশোরীরা। পানির নিচে নিগ্রহের শিকার হওয়ার কিশোরীদের অভিভাবকরা কিছুই টের পাননি বলে জানায় কর্তৃপক্ষ।
লাঞ্চনার শিকার হওয়া কিশোরীদের অনেকে সাক্ষ্য দেন যে হোজরে ওই কিশোরীদের বুক এবং গোপণাঙ্গে হাত দিতেন। এই বিষয়গুলোকে কোচ তাদের প্রতিযোগিতার জন্য মানসিকভাবে শক্ত করে তুলবে বলে জানাতেন। ওই কিশোরীরা জানান তারা আশা করেছিলেন জোহরের মতো কোচ তাদের অ্যাথলেট হতে সাহায্য করবেন।
এর আগে ২০২১ সালের জুন মাসে ইউএসএ ওয়াটার পোলো ও ক্যালিফোর্নিয়া ক্লাবের বিরুদ্ধে মামলা তুলে নিতে জোহরের লাঞ্চনার শিকার কিশোরীদের মধ্যে ১৪ মিলিয়ন ডলার দেওয়া হয়।
২০২৩ সালের ১২ জানুয়ারি তার পরবর্তী শুনানির তারিখ। তাকে জামিন ছাড় আটক রাখা হয়েছে।
তাকে স্টেট প্রিজনে ২২ বছর কারাদণ্ড ভোগ করতে হবে ও অরেঞ্জ কাউন্টি জেলে ছয়মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন