সান বার্নাডিনোয় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
সান বার্নার্ডিনো কাউন্টির র্যাডল্যান্ডসে বুধবার (১৬ নভেম্বর) ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
র্যাডল্যান্ডস পুলিশ জানিয়েছে, আহত নারীর বয়স ৪২। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি স্থায়ী বাসিন্দা নন।
পুলিশ জানায়, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ১০ ফ্রিওয়ে সাউথ লাইনে মেট্রোলিংক অ্যারো ট্রেনের ধাক্কায় নারীটির মৃত্যু হয়। ক্যালিফোর্নিয়া স্ট্রিটের পেছনের শপিং মলে এই লাইনটি গিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, লাইন পার হওয়ার সময় ট্রেনটি তার পিছনে চলে আসে। পার হওয়ার সময় পিছন থেকে ওই নারীকে ট্রেন ধাক্কা দেয়। চালক ট্রেন থামাতে চাইলেও সেটি সম্ভব হয়নি।
ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তদন্তের স্বার্থ্যে দুই ধারের লাইন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন