কোরিয়াটাউনে গুলি করে ঘড়ি ও অলংকার ছিনতাই
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের কোরিয়াটাউনে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টের বাইরে এক ব্যক্তিকে গুলি করে তার হাতের রোল্যাক্স ঘড়ি এবং অলংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি অ্যান্ড্রু লি। তিনি একজন উদ্যোক্তা এবং কোরিয়ান রয়েল। তিনি রোলস-রয়েস ফ্যান্টম ড্রাইভ করছিলেন। তখন তার উপর হামলাটি হয়।
লি ইম্পেরিয়াল ফ্যামিলি অব কোরিয়ার ক্রাউন কিং ও লন্ডন ট্রাস্ট মিডিয়ার প্রতিষ্ঠাতা। জোসিওন ডাইনেস্টির উত্তরাধিকার তিনি। ১৮৯৭ সাল পর্যন্ত কোরিয়া শাসন করেন তিনি।
তবে রোলস রয়েস গাড়িতে লি ছিল কী না, তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তির বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সানসেট প্লেসের ২৮০০ ব্লকের কাছে ৪টা ২০ মিনিটের দিকে এই হামলা হয়। ঘটনাস্থল থেকে দুই পুরুষ ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।
একটি রোলেক্স ঘড়ি ও তিনটি চেইন ছিনতাই করে নিয়ে পালিয়েছে দূর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তি শ্বাসপ্রশ্বাস নিচ্ছে ও চেতনা রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন