লস এঞ্জেলেসে গলফ কোর্স থেকে মৃতদেহ উদ্ধার
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের এনচিনোর গলফ কোর্স থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ঘটনার তদন্ত শুরু করেছে।
লস এঞ্জেলেস পুলিশ জানায়, শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বুরব্যাংক বেলোভার্ডের ১৬৮২১ এর বালবোয়া গলফ কোর্সে মৃতদেহটি উদ্ধার হয়।
এখন পর্যন্ত ঘটনার বৃত্তান্ত প্রকাশ করেনি পুলিশ। তবে এই মৃতদেহ উদ্ধারের বিষয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, এখন পর্যন্ত মৃত ব্যক্তির বয়স, লিঙ্গ বা এই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
একজন ইন্ডিপেন্ডেন্ট ফটোগ্রাফার জানান, পূর্ববর্তী কোনো ঘটনার ফলে এক পথচারী আহত হয় এবং প্যারামেডিক্সের সাহায্য চাইলেও তারা কোনো সাহায্য করেনি।
এলএবাংলাটাইমস/ওএম
								
 										
										নিজস্ব প্রতিবেদক 									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন