রিভারসাইডে রেসপিরেটরি ভাইরাসে শিশুর মৃত্যু
ছবিঃ এলএবাংলাটাইমস
রিভারসাইড কাউন্টিতে রেসপিরেটরি ভাইরাস বাআরএসভিতে আক্রান্ত হয়ে চার বছরের কম বয়েসী একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানায় রিভারসাইড হেলথ কর্মকর্তা।
রিভারসাইড কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা শিশুটির লিঙ্গ, বসবাসের স্থান উল্লেখ করা হয়নি। তবে শিশুটি হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছে বলে জানায় কর্তৃপক্ষ।
রিভারসাইড পাবলিক হেলথ অফিসার ড. জোফরি লিওং জানান, শিশুটি রেসপিরেটরি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।শিশুটির পরিবারের প্রতি আমার পূর্ণ সমবেদনা রয়েছে।
স্বাস্থ্যকর্মকর্তারা জানিয়েছেন, রেসপিরেটরি ভাইরাস বা আরএসভি সাধারণ রোগ হলেও এবার খুব দ্রুত আক্রান্ত হচ্ছে ও মৌসুমের আগেই এটি ছড়াচ্ছে।
এবার এই ভাইরাসের উপস্থিতি অক্টোবরেই পাওয়া যাচ্ছে। সাধারণত ডিসেম্বর মাসে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
সাধারণত রেসপিরেটরি ভাইরাসে আক্রান্ত হলে প্রাপ্তবয়স্কদের সর্দির মতো উপসর্গ দেখা দেয় কিন্তু শিশুদের ক্ষেত্রে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে।
সিডিসি জানায়, ৫ বছরের কম বয়েসী ১০০ থেকে ৩০০ টি শিশু প্রতি বছর রেসপিরেটরি ভাইরাসে মারা যায় আর ৬৫ বছর বা এর বেশি বয়েসী ৬ হাজার থেকে ১০ হাজার মানুষের মৃত্যু হয়।
এখনও এই ভাইরাসের টিকা ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। টিকা পূর্ণ তৈরি হতে আরও ১ বছর সময় লেগে যাবে।
এলএবাংলাটাইমস/ওএম
								
 										
										নিজস্ব প্রতিবেদক									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন