ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মৃত ১
ছবি: এলএবাংলাটাইমস/ওএম
ক্যালিফোর্নিয়ার ব্যানিং- এ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় একটি সিঙ্গেল ইঞ্জিন বিমান বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ক্যালফায়ার/রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে হারগ্রেভ স্ট্রিট অ্যান্ড মালকি রোডের দিকে ব্যানিং মিউনিসিপাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে।
দমকল কর্মীরা জানান, বিমানে শুধুমাত্র একজন পাইলট ছিল। এটি ফ্রিওয়ের কাছাকাছি এসে বিধ্বস্ত হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা প্রায় বিধ্বস্ত একটি বিমানের আগুন নিয়ন্ত্রণ করছে। এখন পর্যন্ত ফ্রিওয়ের কোনো লেন বন্ধ ঘোষণা করা হয়নি।
দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনার তদন্ত করে দেখছে।
এলএবাংলাটাইমস/ওএম
								
 										
										নিজস্ব প্রতিবেদক									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন