রিভারসাইডে আবাসিক বাড়ি থেকে ৩ মৃতদেহ উদ্ধার
ছবি: এলএবাংলাটাইমস
রিভারসাইডের একটি আবাসিক বাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে একটি বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে সেখানে অভিযান চালিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।
৯১ ফ্রিওয়ের কাছে প্রাইজ কোর্টের ১১০০০ ব্লকের কাছে একটি বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, এটি খুনের ঘটনা।
রিভারসাইড পুলিশ ডিপার্টমেন্টের অফিসার রায়ান রেইলসবেক জানান, সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত ওয়েলফেয়ার চেক দিতে যেয়ে মৃতদেহ তিনটি উদ্ধার হয়।
তিনি জানান, গাড়ির কাছে এক নারী ও পুরুষের বিবাদের খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। এর আগেই একই স্থান থেকে ধোঁয়া নির্গত হতে দেখে সেখানে দমকল কর্মী উপস্থিত হয়। আগুন নিভানোর সময় তারা মৃতদেহ তিনটি উদ্ধার করে।
এখন পর্যন্ত মৃতদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। এছাড়া হত্যাকারী সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কারো কাছে কোনো তথ্য থাকলে সেটি পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন