এনাহেইমে স্কুলে আছড়ে পড়লো গাড়ি, তদন্ত চলছে
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের এনাহেইমে সোমবার (২৮ নভেম্বর) রাতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি গাড়ি আছড়ে পড়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এনাহেইম পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট সাটার জানান, রাত ৭টা ৫০ মিনিটে ওয়েস্ট ক্লিয়ারব্রুক লেনের ১৯০০ ব্লকের কাছে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গাড়ি আছড়ে পরার ঘটন ঘটে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রায় বিধ্বস্ত অবস্থায় একটি গাড়ি দেখতে পায়। গাড়িটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাফেতে আছড়ে পড়ে এবং স্কুলের লাইব্রেরিতে ধাক্কা দেয়।
ঘটনাসূত্রে জানা গেছে, একটি গাড়ি ওয়েস্ট নিওবে অ্যাভিনিউ এর দিক থেকে একটি গাড়ি দ্রুতগতিতে আসছিল। এই সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের উপর আছড়ে পড়ে।
এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কেউ এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি।
দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে আসে। মঙ্গলবার ক্লাস কার্যক্রম অব্যাহত থাকবে। তবে লাইব্রেরি খোলা থাকবে।
কারো কাছে দুর্ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ৭১৪-৭৬৫-১৯০০ নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন