লস এঞ্জেলেসে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, জনসমাগম ও শীতল আবহাওয়ার কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মঙ্গলবার (২৯ নভেম্বর) করোনায় নতুন করে ২ হাজার ৩০০ জন আক্রান্ত হয়েছন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ১০০০ জন।
লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট জানায়, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ৫ হাজার ৪০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে।
এছাড়া দেশজুড়ে হাসপাতালগুলোতে আরএসভিতে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। করোনার টিকা থাকলেও এখন পর্যন্ত আরএসভির টিকা বের হয়নি।
বিশেষজ্ঞরা এখন পর্যন্ত মাস্ক ব্যবহারের নির্দেশনা জারির জন্য সুপারিশ জানায়নি। তবে লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকতারা বাসিন্দাদের মাস্ক ব্যবহার করতে জোর পরামর্শ দিয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন