মাদক সেবন করিয়ে অ্যাটর্নির অর্থ চুরি করে পালিয়েছে ২ নারী
ছবিঃ এলএবাংলাটাইমস
বেভারলি হিলসে একটি পানশালায় মাদক সেবন করিয়ে এক স্থানীয় অ্যাটর্নির কাছ থেকে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে দুই নারী।
অ্যাটর্নি জানান, ওই দুই নারী তাকে মাদক সেবন করিয়ে তার হলিউড হিলস এর বাড়িতে লুকিয়ে এসে দুই হাজার ডলার এবং মূল্যবান অলঙ্কার নিয়ে পালিয়ে গেছে।
চলতি বছরের জুলাই মাসের ২৫ তারিখ রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এই অ্যাটর্নি। মূলত এই প্রতারক চক্রের ব্যাপারে সবাইকে সতর্ক করতেই এতোদিন পর মুখ খুলেছেন এই আইনজীবী।
প্রতারণার শিকার এই আইনজীবী জানান, বন্ধুদের সাথে বেভারলি হিলসের ক্যানন ড্রাইভ পানশালায় যেয়ে হলি এবং ব্রিটানি নামের দুই নারীর সাথে তার পরিচয় হয়। তাদের সাথে মদ্যপানের পর তারা বন্ধুদের নিয়ে আইনজীবীর বাড়িতে ফিরে আসে। পরে তার বন্ধুরা চলে গেলেও হোলি এবং ব্রিটানি থেকে যায়। শেষ রাতের দিকে তাকে মদ পান করিয়ে ও মাদক সেবন করিয়ে বেহুশ করে অর্থ ও জুয়েলারি নিয়ে পালিয়ে যায়।
ওই নারীদের ছবি প্রকাশ করে ধরিয়ে দিতে সহায়তা করতে বাসিন্দাদের সাহায্য চেয়েছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন