শেরিফ পদে শপথ নিলেন রবার্ট লুনা
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ পদে শপথ গ্রহণ করেছেন সাবেক লং বিচ পুলিশ প্রধান রবার্ট লুনা। সদ্যসমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে তিনি ক্ষমতাসীন অ্যালেক্স ভিলানুয়েভাকে হাড্ডাহাড্ডি লড়াই এর পর পরাজিত করেন।
লুনা সোমবার (৫ ডিসেম্বর) থেকে শেরিফ পদে দায়িত্ব পালন শুরু করবেন। গত শনিবার (৩ ডিসেম্বর) অ্যাডমিনিস্ট্রেশন ডাউনটাউন এর কাউন্টি হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জয় লাভের পর লুনা জানান তিনি শেরিফ হিসেবে নির্বাচিত হতে পেরে গর্বিত। আমি শেরিফ ডিপার্টমেন্টে জবাবদিহিতা ফিরিয়ে আনব।
নভেম্বরের ৮ তারিখ গত এক শতকের মধ্যে দ্বিতীয় প্রার্থী হিসেবে ক্ষমতাসীন শেরিফকে পরাজিত করেন। এর চার বছর আগে সদ্য বিদায়ী শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা সাবেক শেরিফ জিম ম্যাকডোনেলকে পরাজিত করেন।
লুনা ইস্ট লস এঞ্জেলেসে বেড়ে উঠেছেন। এরপর লং বিচ পুলিশ ডিপার্টমেন্টে ৩৬ বছর দায়িত্ব পালন করেন ও ২০১৪ সালে লং বিচ পুলিশ প্রধান নিযুক্ত হোন।
ক্যাল স্টেট লং বিচ থেকে তিনি মাস্টার ডিগ্রী অর্জন করেন। তিনি স্ত্রী ও দুই প্রাপ্তবয়স্ক শিশু নিয়ে সিটিতেই বাস করেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন