লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনা: মৃত ২, আহত ২
ছবি: এলএবাংলাটাইমস
ওয়েস্ট কোভিনায় দ্রুতগতির একটি গাড়ি পার্ক করা আরও দুইটি গাড়ির উপর আছড়ে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সকাল ৭টা ৩০ মিনিটের দিকে নর্থ গ্র্যান্ড অ্যাভিনিউ অ্যান্ড ইস্ট টনি ড্রাইভ এর ইন্টারসেকশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে একজনের মৃত্যু হয় ও আরও তিনজন গাড়িতে আটকে আহত হোন।
দ্য ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানায়, ঘটনাস্থলেই ৩০ বছর বয়েসী নারীকে মৃত ঘোষণা করা হয়।
আহত অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে গাড়ির চালককে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার দেখানো হয়। তার শারীরিক অবস্থা নিশ্চিত নয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, পার্ক করা গাড়ির উপর একটি গাড়ি দ্রুতগতিতে এসে আছড়ে পড়ে।এতে গাড়ির ভিতরের সবাই আটকে যায় ও গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়রা জানান, এই সড়কে সাধারণত উচ্চ গতিতে গাড়ি চালানো হয়। এসবের কারণেই দুর্ঘটনা হয়ে থাকছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন