লস এঞ্জেলেসে কোল্ড ওয়েদার অ্যালার্ট জারি
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টিতে এক সপ্তাহের জন্য কোল্ড ওয়েদার অ্যালার্ট বা শৈত্যপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এলএ কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এই ঘোষণা দিয়েছে।
ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টির কিছু অঞ্চলের তাপমাত্রা ৩২ ডিগ্রী ফারেনহাইটের নিচে নেমে এসেছে।
ল্যাংকেস্টার, মাউন্ট উইলসন এবং সান্তা ক্লারিতা ভ্যালিতে এই সতর্কতা কার্যকর হবে। বুধবার থেকে এই সতর্কতা কার্যকর হয়ে চলবে রবিবার পর্যন্ত। তবে সান্তা ক্লারিতা ভ্যালিতে সতর্কতা শুক্রবার পর্যন্ত জারি থাকবে।
লস এঞ্জেলেস কাউন্টি হেলথ অফিসার মুন্টু ডেভিস বিবৃতিতে জানান, আসন্ন কোল্ড ওয়েদারে শিশু, বয়স্কসহ অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।
এছাড়া মুন্টু ডেভিস আরও কিছু সতর্কবার্তা যুক্ত করেন। তা হলো-
১) বাইরে যেতে হলে পর্যাপ্ত শীতের কাপড় পরিধান করে নিতে হবে।
২) শরীরের স্পর্শকাতর অঙ্গ যেমন হাত, পা কান ও মাথায় ঠান্ডা লাগানো যাবে না।
৩) বাড়িতে পর্যাপ্ত উষ্ণতার ব্যবস্থা রাখা। বয়স্কদের, শিশুদের ও পোষাপ্রাণীদের বিশেষ খেয়াল রাখা।
৪) বাড়ি গরম করতে হিটার, স্টোভ বা বারবিকিউ এর সাহায্য না নেওয়া। এতে কার্বন মনোক্সাউড তৈরি হয়ে দুর্ঘটনার সম্ভাবনা আছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন