বাড়ছে করোনা সংক্রমণ, মাস্ক ব্যবহারের পরামর্শ
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় বাসিন্দাদের মাস্ক ব্যবহারে পরামর্শ দিচ্ছেন হেলথ ডিপার্টমেন্ট।
এক সংবাদ বিবৃতিতে হেলথ ডিপার্টমেন্ট জানায়, গত সপ্তাহের থেকে করোনা আক্রান্তের হার বেড়েছে ১৯ শতাংশ। তাই সবার মাস্ক ব্যবহারে গুরুত্ব দেওয়া উচিত। খুব শীঘ্রই ইনডোর মাস্ক নির্দেশনা দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বর্তমানে সাতদিনের করোনা আক্রান্তের গড় হলো ৩ হাজার ৬৩৯ জন। গত সাতদিন আগে এই হার ছিল ৩ হাজার ৫৩ জন।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তালিকায় লস এঞ্জেলেস উচ্চ সংক্রামক হিসেবে রয়েছে। এর অর্থ লস এঞ্জেলেসের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে করোনা আক্রান্ত রোগীরাই বেশি ভর্তি হচ্ছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক রোগী করোনা পরবর্তী ফ্লু বা রেসপিরেটরি ডিজিজে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন।
চলতি সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৫৬ জন এবং মারা গেছেন আরও ১৭ জন।
এছাড়া ভাইরাসজনিত অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে অরেঞ্জ কাউন্টিতে হেলথ ইমার্জেন্সি জারি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের ঘনঘন হাত ধোওয়া এবং টিকা নিতে পরামর্শ দেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন