বহুজাতিক সংস্থা হিলটন- এর প্রচারণার দায়িত্বে এলএ বাংলা টাইমস
ছবিঃ এলএবাংলাটাইমস
আমেরিকান বহুজাতিক প্রতিষ্ঠান ও বিশ্বখ্যাত হসপিটালিটি ব্র্যান্ড Hilton (হিলটন) এর সাথে বিজ্ঞাপন প্রচারণা চুক্তিতে পৌঁছেছে লস এঞ্জেলেসভিত্তিক বাংলাদেশি কমিউনিটি পোর্টাল এলএ বাংলা টাইমস।
হিলটন এর সিস্টার কনসার্ন Double Tree (ডাবল ট্রি) ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য বেশকিছু ব্যবসায়িক পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহীত এই পদক্ষেপগুলো বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণায় যুক্ত হয়েছে এলএ বাংলা টাইমস।
বিজ্ঞাপন প্রচারণা চুক্তি আলোচনায় এলএ বাংলা টাইমস- এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পোর্টালটির কর্ণধার ও সিইও আব্দুস সামাদ এবং উপদেষ্টা প্রফেসর ড. রুমি সোলাইমান। ডাবল ট্রি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ব্যাজাম শাহীন এবং ডিরেক্টর অব ক্যাটারিং অ্যান্ড ইভেন্টস রেবেকা বাইবেল।
আমেরিকার বহুজাতিক প্রতিষ্ঠান হিলটন হোটেল এবং রিসোর্ট সেবার জন্য বিশ্বব্যাপী প্রথম সারিতে অবস্থান করছে। কনরাড হিলটনের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বিশ্বব্যাপী ৫৮৪টি হোটেল ও রিসোর্ট রয়েছে এই প্রতিষ্ঠানের। এর সদর দপ্তর নিউ ইয়র্কের ম্যাকলিনে। বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থানে হিলটন হোটেল ও রিসোর্ট রয়েছে।
হিলটন- এর সাথে প্রচারণা চুক্তির পর এলএ বাংলা টাইমস- এর কর্ণধার আব্দুস সামাদ বলেন, ‘অতীতেও এলএ বাংলা টাইমস বড় কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে সফলভাবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় পোর্টালটি বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিলটন এর প্রচারণায় যুক্ত হয়েছে। আশা করা যায় সফলভাবে এলএ বাংলা টাইমস এই দায়িত্বটি পালন করবে’।
বিজ্ঞাপনা প্রচারণা চুক্তি প্রসঙ্গে এলএ বাংলা টাইমস- এর উপদেষ্টা প্রফেসর রুমি সোলাইমান বলেন, ‘এলএ বাংলা টাইমস গত ৮ বছর ধরে প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ যাচ্ছে। এই পোর্টাল প্রবাসীদের মুখপাত্র হয়ে উঠেছে। এলএ বাংলা টাইমস নিয়ে আমি গর্ববোধ করি। কমিউনিটির সবার পোর্টালের প্রতি সহায়ক ভূমিকা রাখা উচিত’।
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চল ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে যাত্রা শুরু করে এলএ বাংলা টাইমস প্রবাসী বাংলাদেশিদের মুখপাত্রে রূপ নিয়েছে। এই গণমাধ্যমটি শুধুমাত্র সংবাদ সরবরাহ’ই করেনি বরং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সরাসরি কমিউনিটির পাশে এসে দাঁড়িয়েছে। কোভিড-১৯ এর মতো মহামারিতে এলএ বাংলা টাইমস নিজ উদ্যোগে সার্বক্ষণিক হটলাইন চালু করে। এর মাধ্যমে বাসিন্দারা সার্বক্ষণিক স্বাস্থ্য সহায়তা পেয়েছেন। এছাড়া, করোনা সংক্রমণ রোধে এলএ বাংলা টাইমসের অন্যান্য উদ্যোগ ছিল- সচেতনাবৃদ্ধিমূলক কার্যক্রম, বিশেষ স্বাস্থ্যবার্তা প্রচার, এক ঝাঁক বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে চিকিৎসাসেবা প্রদান, চিকিৎসকদের অভিজ্ঞতা নিয়ে ‘করোনাযোদ্ধাদের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন, নিয়মিত নিউজ ও ফিচার প্রকাশ, পত্রিকার পক্ষ থেকে কমিউনিটিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ, ফ্রি মাস্ক সরবরাহ, বাংলাদেশি রেষ্টুরেন্টসমূহে ৬ ফিট দূরত্বের স্টিকার দেওয়া, সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে ভিডিও তৈরী করে প্রকাশ , করোনা আক্রান্ত প্রবাসীদের ডাক্তারি পরামর্শ, শিশুদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ দেওয়ার ব্যবস্থা ইত্যাদি। পাশাপাশি কোভিড হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করে করোনার বিভিন্ন তথ্য সরবরাহ, বয়স্কদের ভ্যাকসিনের রেজিস্ট্রেশন সহায়তাসহ কমিউনিটতে নানাবিধ সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছে পত্রিকাটি।
কাজের স্বীকৃতি হিসেবে পোর্টালটি সিনেটর, কংগ্রেসম্যান, লস এঞ্জেলেসে সিটি মেয়র, কাউন্সিল প্রেসিডেন্টসহ বিশিষ্টজনদের প্রশংসাপত্র অর্জন করেছে, পেয়েছে কমিউনিটির শ্রেষ্ঠ মিডিয়া হিসেবে স্বীকৃতি। কমিউনিটির প্রায় সকল আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সবাই এলএ বাংলা টাইমসকে গুরুত্বসহকারে বিবেচনা করে থাকে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন