গৃহহীন সমস্যা সমাধানে স্টেট অব ইমার্জেন্সি জারি
ছবি: এলএবাংলাটাইমস
মেয়র পদে আসীন হওয়ার প্রথম দিনেই লস এঞ্জেলেসের গৃহহীন সমস্যাকে স্টেট অব ইমার্জেন্সি হিসেবে চিহ্নিত করেছেন কারেন বেইজ। এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে রবিবার (১১ ডিসেম্বর) শপথ গ্রহণ অনুষ্ঠানেই গৃহহীন সমস্যাকে জরুরি হিসেবে চিহ্নিত করার বিষয়ে জানিয়েছিলেন।
বেইজ জানান, লস এঞ্জেলেসের কিছু মানুষ কষ্টে থাকা মানেই সকল মানুষই কষ্টে আছে। ক্ষমতায় বসে প্রথমদিনেই ইমার্জেন্সি অপারেশনস সেন্টারে গৃহহীন সমস্যাকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করবো।
বেইজ জানান, জরুরি অবস্থা জারি করার অর্থ বিষয়টি কতো গুরুতর, সেটি সবার সামনে তুলে ধরা।এই সিদ্ধান্তের ফলে এই সমস্যা সমাধানে নতুন একটি দিকনির্দেশনা পাওয়া যাবে।
দ্য লস এঞ্জেলেস হোমলেস সার্ভিসেস অথোরিটি জানান, ২০২২ সালে গৃহহীন মানুষের সংখ্যা হলো ৬৯ হাজার ১৪৪ জন, ২০২০ সালের থেকে যা ৪ দশমিক ১ শতাংশ।
নবনির্বাচিত মেয়র কারেন বেইজ জানান যে গৃহহীন সমস্যা সমাধান করা তাঁর প্রথম ও প্রধান লক্ষ্য। বেইজ লস এঞ্জেলেসের প্রথম নারী মেয়র ও দ্বিতীয় আফ্রিকান।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন