বর্নাঢ্য আয়োজনে বাংলার বিজয় বহর- এর বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: এলএবাংলাটাইমস
দুই দিনব্যাপী বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৫২তম ‘বিজয় দিবস’ এবং ‘লিটল বাংলাদেশ’ ও ‘বাংলার বিজয় বহর’ এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলার বিজয় বহর'।
শনিবার ( ১৭ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। রবিবার (১৮ ডিসেম্বর) প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা পুরষ্কার দেওয়া হয়।
দুই দিনব্যাপী বিজয় উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলওম্যান হিদার হাট। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও লিটল বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোরিয়ান কমিউনিটি লিডার ইয়োনাহ হং, গ্রেস উ এবং বিল রবিনসন, থাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রোজালিন ভাসকুয়েজ এবং ইউনিভার্সাল হেরিটেজ এবং হারমনি বাইটস এর চেয়ারম্যান ফারিদ ফারুকি।
এছাড়া প্রবাসী বাংলাদেশিসহ আমেরিকায় বসবাসরত অন্যান্য কমিউনিটির বাসিন্দারাও উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বিশেষ বক্তব্য প্রদান করেন এবং তাঁদের সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া করোনাকালীন সময়ে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় সম্মাননা গ্রহণ করেন এলএ বাংলা টাইমস- এর সিইও আব্দুস সামাদ। কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় সম্মাননা লাভ করেন খাইরুজ জামান, কাইন্সিলওম্যান হিদার হাট এবং প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন।
বিজয় উদযাপনের দ্বিতীয় দিন রবিবার দুপুর ২টায় বেড বয়েজ বাইকার্স এর মেহেদি হাসানের নেতৃত্বে দুই শতাধিক গাড়িসহ লিটল বাংলাদেশ এলাকা থেকে একটি প্যারেড শুরু হয়। বাংলাদেশের প্রতীক লাল-সবুজ কাপড় পরে লস এঞ্জেলেসের বুকে বাংলাদেশের বিজয়ের আনন্দ ছড়ায় প্রবাসী বাঙালিরা। লিটল বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে প্যারেডটি শেষ হয়।
এরপর শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। স্বামী শুভানন্দপুরি মহারাজ অ্যাণ্ড গ্রুপসহ বাংলাদেশ ও বিভিন্ন দেশের খ্যাতনামা সব শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন। এছাড়া উপস্থিত শিশুদের মধ্যে বিতরণ করা হয় শুভেচ্ছা পুরষ্কার। শনিবার আগত অতিথিদের জন্য ফ্রি স্ন্যাকস এবং রবিবার ডিনার এর আয়োজন রাখা হয়।
বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের স্পন্সর করেছে সিটি অব লস এঞ্জেলেস, র্যামপার্ট ভিলেজ নেইবারহুড কাউন্সিল, জেসমিন খান ফাউণ্ডেশন, ড. মোহাম্মদ সিরাজুল্লাহ, মোহাম্মদ মুনিরুজ্জামান জীবন, ট্যাপট্যাপ সেন্ড মানি, ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি, ইউনিভার্সা হেরিটেইজ, হারমনি বাইটস, নিউ জেনারেশন হোম ইনকর্পোরেশন।
বিজয় উদযাপন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এলএ বাংলা টাইমস।
শেয়ার করুন