বিমান দুর্ঘটনায় সাবেক মেয়রের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
বিমান দুর্ঘটনায় মারা গেছেন সান্তা মনিকার সাবেক মেয়র রেক্স মিন্টা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সান্তা মনিকা পিয়ারের দক্ষিণ পাশে ছোট বিমান দুর্ঘটনার শিকার হোন।
দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে ছোট ঢেউ এর উপর এই বিমান আছড়ে পড়ে।
প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একটি সিঙ্গেল ইঞ্জিন কেসনা ১৫০ ধীরে ধীরে সাগরের পানিতে আছড়ে পড়ে। পানিতে পড়েই এটি পানির তোড়ে অদূরে ভেসে যায়।
মিন্টার সান্তা মনিকা সিটি কাউন্সিলর হিসেবে ১৯৫৫ সালে নির্বাচিত হোন এবং ১৯৬৩-১৯৬৭ সালে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
লস এঞ্জেলেস কাউন্টি সুপেরিওর কোর্টের বিচারক হিসেবে এবং আর্কেডিয়ার অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেন।
সিটি এক বিবৃতিতে জানায়, মিন্টার যেভাবে জনগণের সেবা করে গেছেন, এতে সান্তা পিয়ারবাসী কৃতজ্ঞ। পতাকা অর্ধনমিত রাখা হবে।
কর্তৃপক্ষ জানায়, সান্তা মনিকা এয়ারপোর্ট থেকে বিমানটি উঠার পরেই ইঞ্জিন সংক্রান্ত অসুবিধার কথা জানানো হয়। এই সময় দুইজনই বিমানে ছিল।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন