আপডেট :

        দুই শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

        প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস

        সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থীরা

        দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

        উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও চার নেতাকে বহিষ্কার

        এআই কি প্রতারণায় দক্ষ হয়ে উঠছে

        নিউইয়র্কে বাংলা বইমেলা শুরু ২৪ মে, থাকছে দশ হাজার নতুন বই

        ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন বিক্ষোভকারীদের দখলে, ক্লাস বাতিল

        দেশের ৬৪ জেলায় তাপপ্রবাহ বেড়েছে,হচ্ছে মৃত্যু

        ইন্টারনেট বন্ধে ষষ্ঠবারের মতো শীর্ষে ভারত

        দুই দফায় বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ও ট্রাম্প

        পুতিন এবং শি’র একে অপরকে পুরনো বন্ধু বলে অভিহিত করলেন

        সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থায় সমঝোতা স্মারক সই করেছে ইমো ও জাগো ফাউন্ডেশন

        চলতি বছরের আসন্ন বাজেটে জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের মূল্যে পরিবর্তন

        কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অসুস্থ

        রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফর

        হাতে ছয় আঙুল থাকায় ৪ বছরের এক কন্যা শিশুকে অপারেশনের সিদ্ধান্ত নিতে গিয়ে ঘটলো বিপত্তি

        প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ

        রিয়েলমি সি৬৫ বনাম ভিভো ওয়াই২৭এস: কোন ফোনের ফিচার বেশি উন্নত?

        প্রতারণার আশ্রয় নিয়ে পাঁচ বছরের আয়কর রিটার্ন ও রেজিস্ট্রার ঘষামাজা করে আয়

লস এঞ্জেলেসে শেষ হলো সারদীয় দূর্গা পূজা

লস এঞ্জেলেসে শেষ হলো সারদীয় দূর্গা পূজা

আমেরিকার লস এঞ্জেলেসে বসবাসরত বাঙালি হিন্দু সম্প্রদায়ের সংগঠন বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির আয়োজনে চার্লস কিম এলিমেন্টারী স্কুলে খুব আনন্দ ও উদ্দিপনার মধ্যে সফল ও সুন্দরভাবে হয়ে গেল তিন দিন ব্যাপী সার্বজনীন দুর্গা পূজা - ২০১৫। এবারের পূজার সব আয়োজন ছিল খুব সুন্দর ও আকর্ষনীয় যা সবাইকে মুগ্ধ ও আনন্দিত করে তোলে আর ভক্ত বৃন্দ ছিল চোখে পড়ার মত। তিন দিনের এই সার্বজনীন পূজায় ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষেসবার উপস্থিতি, সহযোগিতা,
একসাথে পুজাকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার চেষ্টা সবার নজর কাড়ে। তিন দিনের এই অনুষ্ঠানের মধ্যে পূজাসহ উল্লেখ যোগ্য গীতা থেকে পাঠ, চন্ডী থেকে পাঠ, কীর্তন, জাতিয় সঙ্গিত, দলিয় সঙ্গিত, একক সঙ্গিত, নৃত্য পরিবেশন, নাটক, গিটার, সেতার, পিয়ানো ফ্রি র্যাফেল ড্র, সহ আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পর্ব ।

সবার জন্য ছিল প্রসাদ, মধ্যাহ্ণভোজ, নৈশভোজ,। বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোটদের মধ্যে অংশগ্রহন করেন গিভা সাহা, সুদেব দাস, সুধা নন্দী, সৃজন দাস, স্বপ্নীল সাহা, সুজাশ মুখার্জি, রকি হালদার, শিশির দাস, অসমিত তরফদার, সঞ্জিতা পাল, প্রভাতি দেবী, তন্নী নন্দী, ইডি সুজাস্কি, নিরব লাহা, সারা জরজি, এঞ্জেলা হোসেন, অপরাজিতা হোসেন, প্রমিতি দেবী প্রমা, ওহিদা ফারহানা, ইসরাত জাহান, সৃজা রায়, অপরাজিতা পাল। বড়দের মধ্যে সঙ্গিত পরিবেশন করেন বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির শিল্পি সোনালী দাস, চিত্রা শাহা, তৃষ্ণা ভাওয়াল, কল্যানী কর্মকার, সুরভী সাহা, রাখী দাস এছাড়াও অতিথি শিল্পী হিসেবে ছিলেন কাজী কাবেরী রহমান, আদনান খান, শিল্পী রহমান, লুনা রহমান, লাবনী, মুক্তা সিন্হা, সাদিয়া রহমান, পন্ডিত গিরিশ চ্যাটার্জি, মিতালী কবির।

 পন্ডিত গিরিশ চ্যাটার্জি ও মিতালী কবিরের মন মাতানো গান সবাইকে নাচিয়ে তোলে।এবারের পূজোতে শহীদ আলম ও
রোশনী আলমের পরিবেশনা এবং পরিচালনায় সুন্দর একটি নাটক পরিবেশিত হয় যা দর্শক শ্রোতা সবাইকে এক ভিন্ন মাত্রার আনন্দ দেয় যা কোন ভাবেই ভুলবার নয়। এছাড়াও শহীদ আলম সুন্দর গানও পরিবেশন করেন যা দর্শকদের হৃদয় কাড়ে।

দুর্গা পূজা উপলক্ষে তিন দিন ব্যাপী এত বড় আয়োজন সফল করার জন্য যারা অক্নান্ত পরিশ্রম ও সহযোগিতা করেছেন তারা হলেন মানু পাল, বিতোশ সাহা, অজয় কর্মকার, গৌতম রায়, অরুপ তরফদার, লিটন বিশ্বাস, অশীম শর্মা, প্রভাত পাল, আশিষ নাথ, প্রনতি বাউল, সান্তানু হালদার, শঙ্কু আইচ, সাথী চক্রবর্তী, লক্ষি দাস, লিপি বিশ্বাস, জোতির্ময় বিশ্বাস, স্বপন দত্ত, সান্তানু রায়, শচীন মন্ডল, রানী মন্ডল, নিরাজ কুমার, অরিভিন্ড কুমার, শ্যামল মজুমদার, কৌশিক দাস, শেখর সেন, রাহুল রায়, অনিন্দিতা মাঝি, শিশির ভট্রাচার্য, শমীর শর্মা, সুকুমার সেন, রাজীব মজুমদার, পঙ্কজ দেবনাথ, আশিষ ঘোষ, অমিতাভ ব্যানার্জি, পার্থসারথী ঘোষ, মিগুয়েল এঞ্ঝেল সহ নাম না জানা আরও অনেকে।

বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির - ২০১৫ সাবর্জনীন দুর্গা পূজায় কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন এবং
সহযোগিতা করেন তাদের মধ্যে তৌফিক সোলেমান খান তুহিন, মমিনুল হক বাচ্চু ভাই, ডাঃ সিরাজুল ইসলাম, মানিক ভাই, সোহেল রহমান বাদল ভাই, পান্না ভাই, সাইদুর রহমান সেন্টু, ফিরোজ আলম, জামাল হোসেন, শাহানা পারভিন, বিক্রম
উদ্দিন, মোঃ আবু হানিফ, মজিবর রহমান খোকা, ডঃ জয়নুল আবেদীন, ইব্রাহীম ভাই সহ আরও অনেকে। বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির দুর্গা পুজা ২০১৫ কমিটির সম্মানিত উপদেষ্টা শ্রীনাথ বন্ধু বিশ্বাস, নেপাল পাল, নিত্যানন্দ
কর্মকার, দেবেন্দ্রনাথ দাস, সুশিল চক্রবর্তীর শরব উপস্থিতি, নির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম পূজাকে স্বার্থক ও সুন্দর করে তোলে। আমাদের সবার পরিচিত ও বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির ২০১৫ দুর্গা পূজার সম্মানিত প্রধান অতিথি
ডাঃ কালী প্রদীপ চৌধুরীর স্ব- পরিবারে দুইদিনের দীর্ঘ সময় উপস্থিতি এবং ভক্ত বৃন্দদের সাথে কুশল বিনিময় পূজার পরিবেশকে ভিন্ন মাত্রার রূপ এনে দেয়। শত ব্যস্ততার মধ্যেও স্ব-পরিবারে তার দীর্ঘ সময়ের উপস্থিতি পূজাকে আরো আনন্দময় করে তোলে। প্রধান অতিথি সবাইকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতে তার উপস্থিতি ও
সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। সম্মানিত অতিথি মিসেস সুলতানা লায়লা হোসেন, কনসুলেট জেনারেল, বাংলাদেশ ব্যস্ততার জন্য আসতে না পারলেও ভাইস কনসাল জেনারেল আবদুল মালেক এই সার্বজনীন পূজায় অংশগ্রহন করে সবাইকে ধন্যবাদ জানান। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দদের মধ্যে ছিলেন,  ডঃ মুকুল দেবনাথ, ডঃ রমেশ হালদার, সওকত হোসেন আলী, টনি মা, স্বপরিবারে উপস্থিত হয়ে আয়োজকদের সাথে একত্রিত হয়ে সবধরনের সহযোগিতা করে পূজাকে সুন্দর ও প্রানবন্ত করে তোলেন। এবারের পূজায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা। লস এঞ্জেলেসের সর্বাধিক জনপ্রিয় অনলাইন পত্রিকা "এল এ বাংলাটাইমস" এর সত্তাধিকারি আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। সাথে ছিলেন প্রথম আলোর
সাংবাদিক  তপন দেবনাথ।  তাদের মাধ্যমে সার্বজনীন পূজার বিভিন্ন সংবাদ দ্রুত গতিতে সবার মাঝে পৌছে দেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ত জাহিদ হোসেন পিন্টু ও জনাব রাঙা  সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ও প্রানবন্ত করার জন্য সব ধরনের সহযোগিতা করেন।বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির দুর্গা পূজা ২০১৫ কমিটির সদস্যগন হলেনঃ  কো-চেয়ারম্যান তপন
সরকার, অশোক পাটেল, চেয়ারম্যান -সুখেন্দ্রপাল স্বপন, প্রচার সম্পাদক- সন্দিপ হোডকাহাসা, তরুন ভলানটিয়ার-শুভদ্বীপ কুন্ডু, কোষাধ্যক্ষ-গিরিন্দ্রনাথ সাহা, তরুন সাধারন সম্পাদক-তপন কুমার সাহা, সহ- সভাপতি-সমরেশ দাস, সভাপতি-অমর হালদার, কো-কনভেনর-সঞ্জয় ঘোষ, অসীম ধাম, শিবনারায়ন দাস, হিল্লোল বিশ্বাস, অনুপম কুন্ডু, চয়ন দাস,দিপংকর সাহা, তাপস সাহা, মিলন সরকার। বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির পুরোহিত  ডঃ সুকৃত মুখার্জি এই পূজাকে  তিন দিনের পূজা সম্পন্ন করেন প্রতি বছরের ন্যায় এবারও কৃতি ছাত্র-ছাত্রীদের যারা ২০১৫ প্রেসিডেন্ট এওয়ার্ড পেয়েছে তাদেরকে সম্মাননা প্রদান করে। ২০১৫ সম্মাননা যারা পেয়েছেঃ
১) প্রমিতি দেবী প্রমা,
২) সরজু চৌধুরী
৩) অরিত্র আচার্জি।
প্রতিবারের ন্যায় এবারও পুস্পাঞ্জলী নামে ম্যাগাজিন ও বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির ২০১৬ ক্যালেন্ডার তেরী করেছে পুজা কমিটি।
এবারের পূজায় সবার উদ্দেশ্যে
মুল্যবান বক্তব্য রাখেন,
1) Swami Purnatmanandagi Maharaj, The
Bharat Sevashram Sangha West, USA
2) Swami Sarvadevananda, The minister and
spiritual leader of the Vedanta Society of
Southern California,
3) Acherja Mital,
4) Dr. Sukrit Mukherjee, Priest , Bengali
American Hindu Society.
বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সম্মানিত উপদেষ্টা নেপাল পাল ও তার পরিবার দুর্গা পুজা ২০১৫ এর কীর্তন পরিবেশন করেন। এছাড়াও বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সহ-সাধারন সম্পাদক সঞ্জয় ঘোষ গত বছরের ন্যায় এবারও মায়ের পূজার উপকরন সংগ্রহ সহ সার্বিক সহযোগিতা করেন, সাংস্কৃতিক সম্পাদক শিব নারায়ন দাস এবারের পূজার সাংস্কৃতিক পর্ব সাফল্যের সহিত পরিচালনা করেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক-অজয় কর্মকার সার্বিক সহযোগিতা করেন, তথ্য সম্পাদক হিল্লোল বিশ্বাস সার্বিক সহযোগিতা করেন। বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির ২০১৫ দুর্গা পূজাকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য সবাইকে মায়ের আশীর্বাদ স্বরূপ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সাধারণ সম্পাদক তপন সাহাকে সহযোগিতা করায় পূজা বিশ্বাস ও প্রিয়াংকা ঘোষকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সর্বশেষ ফ্রি র্যাফেল ড্র পর্ব অনুষ্ঠিত হয় তাতে সহযোগিতা করেন সহ- সভাপতি, সমরেশ দাস এবং কো- কনভেনর দিপংকর সাহা ও তাপস সাহা। তৃতীয় পুরস্কার ট্যাবলেট বিজয়িনী চামেলী নন্দী, দ্বিতীয় পুরস্কার টিভি বিজয়িনী পুর্নেতা আচার্জি এবং প্রথম পুরস্কার লেপটপ বিজয়িনী বিজয়া সৈয়দা। বিজয়িনীদের জন্য রইল শুভ কামনা । ধর্ম বর্ণ নির্বিশেষে এটি ছিল বাংগালীদের মিলন মেলা। পরিশেষে, সফলভাবে পুজা আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হয় সবাই কে।সংগঠনেরসম্মানিত সাধারণ সম্পাদক তপন কুমার সাহা ও সম্মানিত সভাপতি অমর কুমার হালদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে তিন দিনের সার্বজনীন দুর্গা পূজার শুভসমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত