ছুটিতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা, মাস্ক ব্যবহারের পরামর্শ
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টি হেলথ কর্মকর্তারা চলতি বড়দিনের ছুটিতে বাসিন্দাদের মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। ছুটি উপলক্ষ্যে জনসমাগমের ফলে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে সতর্ক করেন তাঁরা।
থ্যাংকসগিভিং এর ছুটিতে করোনা সংক্রমণ বেড়ে যায় লস এঞ্জেলেসে। তাই লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বাসিন্দাদের বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, 'অন্তত ১০ দিন বাসিন্দাদের মাস্ক ব্যবহার করা উচিত। এতে সংক্রমণ ধীর হবে এবং কমবে। ছুটি শেষে স্কুল ও কাজে ফেরায় সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে অন্যথায়'।
তিনি অসুস্থ, শিশু ও বৃদ্ধদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেন। করোনা বেড়ে গেলে হাসপাতালগুলোতে চাপ বাড়বে বলেও তিনি সতর্ক করেছেন।
বর্তমানে ৭ দিনের গড় আক্রান্ত আগের সপ্তাহের থেকে ১৩ শতাংশ কমেছে। গত সপ্তাহে প্রতিদিন আক্রান্তের গড় ছিল ১৫, এর আগের সপ্তাহে এটি ছিল ২১ জন। তবে গত এক মাসে হাসপাতালে রোগীর সংখ্যা কমলেও সাম্প্রতিক সময়ে আবার হাসপাতালে রোগী বাড়ছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন