শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ভারি বৃষ্টিতে প্লাবিত লস এঞ্জেলেস ও আশেপাশের সড়ক
ছবি: এলএবাংলাটাইমস
সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল থেকেই 'বোম্ব সাইক্লোন' ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টি শুরু হয়েছে। ইতোমধ্যে অরেঞ্জ কাউন্টি থেকে সান ফার্নান্ডো ভ্যালি পর্যন্ত বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে।
ক্যালট্রান্স কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে প্রকাশিত নোটিশে জানায়, বন্যায় অরেঞ্জ কাউন্টির ওয়ার্নার অ্যাভিনিউ এবং সিপয়েন্ট স্ট্রিটের মধ্যবর্তী প্যাসিফিক কোস্ট হাইওয়ে পানিতে তলিয়ে গেছে।
সড়ক তলিয়ে যাওয়ায় হানিংটন বিচ এরিয়া দিয়ে গাড়ি চলাচল করতে বলা হয়েছে। দিনব্যাপী বৃষ্টিপাতে হাইওয়ের পানি খুব শীঘ্রই সরে যাওয়ার সম্ভাবনা নেই।
এছাড়া অন্যান্য অঞ্চলের সড়কের সার্বিক অবস্থা জানতে quickmap.dot.ca.gov ভিজিট করতে পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া লস এঞ্জেলেস কাউন্টিতে বন্যার পানিতে ডুবে গেছে সেপুলভেদা বেসিন। তাই ইতোমধ্যে ট্রাফিক অ্যাডভাইজরি জারি করেছে কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে, বুরব্যাংক বুলেভার্দ থেকে ৪০৫ ফ্রিওয়ে বালবোয়া অ্যাভিনিউ ও উডলি অ্যাভিনিউ থেকে বুরব্যাংক বুলেভার্দ থেকে ভিক্টরি বুলেভার্দ পর্যন্ত বেশকিছু সড়ক বন্ধ রাখা হয়েছে।
এছাড়া প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তুজুঙ্গা বুলেভার্দের স্যাটিকয় অ্যাভিনিউ অ্যান্ড স্টারথ্রেন স্ট্রিট পর্যন্ত সড়কে পানি গাড়ির বাম্বার পর্যন্ত উঠে গেছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, সকাল ৪টা ৩০ মিনিটে ১ দশমিক ৭৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত পরিমাপ করা সম্ভব হয়েছে।
আবহাওয়া অফিসের সূত্র অনুসারে, বৃহস্পতিবার সারাদিন ব্যাপক বৃষ্টিপাত ঝরবে। শুক্রবার আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন