নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
পিতাকে হত্যার অভিযোগে ছেলে আটক
ছবি: এলএবাংলাটাইমস
বাড়ি থেকে পিতার মৃতদেহ উদ্ধারের পর ২৪ বছর বয়সী টাইলার শিপারকে আটক করেছে পুলিশ। ইরভাইন থেকে শনিবার (১৪ জানুয়ারি) তাকে আটক করা হয়।
ইরভাইন পুলিশ এক বিবৃতিতে জানায়, ৬৯ বয়সী ব্রুস শিপার শনিবার কাজে না যাওয়ায় তার বন্ধু বাড়িতে এসে খোঁজ নিতে যায়। তবে তার ছেলে টাইলার শিপার তাকে বাড়ির ভেতর না ঢুকতে দেওয়ায় তার সন্দেহ হয়।
পরে ব্রুস শিপারের বন্ধু পুলিশে খবর দিলে পুলিশ এসে ব্রুস শিপারকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কর্তৃপক্ষ জানায়, ওই বাড়িতে শুধুমাত্র পিতা ও ছেলে বাস করতো। টাইলার শিপার আটক হওয়ার সময় সম্পূর্ণ সুস্থ ছিল। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত একটি ছোরা পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তার বিরুদ্ধে হোমিসাইড এর অভিযোগ দায়ের করা হয়েছে।
কারো কাছে এই বিষয়ে কোনো তথ্য থাকলে ডিটেকটিভ মেডেলিন সিয়েবে এর 949-724-7098 কল দিতে বা msiebe@cityofirvine.org এই এড্রেসে মেইল করতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন