লং বিচে পার্কে বন্দুক হামলায় কিশোরসহ আহত ৩
ছবি: এলএবাংলাটাইমস
লং বিচে একটি পার্কে গোলাগুলির ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরসহ আরও দুইজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় ওয়েস্ট ৩১ স্ট্রিটের সিলভার্দো পার্কের কাছে বন্দুক হামলাটি ঘটে।
ঘটনাস্থলে পুলিশ এসে ১৭ বছর বয়সী এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এরপর আরও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গুলিতে হতাহতরা একটি বাস্কেটবল কোর্টে ছিল। এমন সময় একটি গাড়ি সেখানে এসে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে।
তদন্তকারী দল এক বিবৃতিতে জানায়, উভয়পক্ষ থেকেই গুলি ছোঁড়া হয়। এর বেশি বৃত্তান্ত প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন