গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী নারীর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার হেসপেরিয়ায় শনিবার (২১ জানুয়ারি) রাতে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার স্বামী আহত হয়েছেন।
দুর্ঘটনার জন্য অন্য আরেকটি গাড়ির মদ্যপ চালক দায়ী ছিল বলে জানিয়েছে পুলিশ।
সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পপলার স্ট্রিটের নর্থ হাইওয়ে ৩৯৫
এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই ৩৫ সপ্তাহের গর্ভবতী নিকোল রুডির (৩৩) মৃত্যু হয়। গাড়ির চালকের আসনে ছিলেন তার স্বামী অ্যান্ড্রু রুডি (৩৬)।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালক এডি এস্কোবেডো (৪৩) মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওই গাড়িটিকে ধাক্কা দেয়। এতে সেও গুরুতর হত হয়।
অ্যান্ড্রু রুডি এবং এস্কোবেডোকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন