নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ক্যালিফোর্নিয়ায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত
ছবি: এলএবাংলাটাইমস
সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বুধবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্র জানিয়েছে, রাত ২টায় এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মালিবু বিচের ১৬ কিলোমিটার দক্ষিণে এবং লস এঞ্জেলেসের পশ্চিমে। আর এই ভূমিকম্পের গভীরতা ছিল ১৪ কিলোমিটার।
প্রথম কম্পনের ৩ মিনিট পরেই আবারও ৩ দশমিক ৫ মাত্রার আফটারশক অনুভূত হয়। এখন পর্যন্ত কোনো হতাহত অথবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বৃহৎ অঞ্চল জুড়ে এই ভূকম্পন ও আফটারশক অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত ন্যাশনাল অশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) পক্ষ থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন