নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
পোর্টে জাহাজ থেকে নিচে পড়ে একজনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের পোর্টে জাহাজের ৫০ ফিট উঁচু থেকে পরে যেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে এই দুর্ঘটনাটি হয়।
দ্য লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে এস নেভি ওয়ের ২৫০০ ব্লকের কাছে এই ঘটনাটি হয়। প্রাথমিকভাবে উদ্ধারের জন্য দমকলকর্মীরা এলে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
এলএএফডি জানায়, দমকলকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিলেও ওই ব্যক্তিকে বাঁচানো যায়নি।
কর্তৃপক্ষ জানায়, এই ব্যক্তি জাহাজের সুপারস্ট্রাকচার থেকে নিচে ডেকে পড়ে যায়। এই ঘটনার তদন্ত চলছে।
দ্য লস এঞ্জেলেস পোর্ট পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দ্য ইউনাইটেড স্টেটস কোস্ট গার্ডকেও এই বিষয়টি অবহিত করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন