ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মৃত ৩, আহত কমপক্ষে ৬
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার প্লাসেন্টিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কমপক্ষে আরও ৬ জন।
বুধবার (২৫ জানুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে অরেঞ্জথ্রোপ অ্যাভিনিউ অ্যান্ড ম্যালরোজ স্ট্রিটের ইন্টারসেকশনে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
প্লাসেন্টিয়া ফায়ার ডিপার্টমেন্টের ব্যাটেলিয়ন প্রধান মাইকেল ফিনারটি জানান, একটি যাত্রীবাহী গাড়ি ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
উদ্ধারকর্মীরা এসে ঘটনাস্থলেই দুইজনকে মৃত উদ্ধার করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তৃতীয়জনের মৃত্যু হয়।
হতাহতদের বেশিরভাগই যাত্রীবাহী ভ্যানে ছিল বলে জানান ব্যাটেলিয়ন প্রধান মাইকেল ফিনারটি। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহতদের বেশিরভাগ ছিটকে পরেছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহত বাকি ছয়জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা মৃদু থেকে আশঙ্কসজনক।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও তদন্ত চলছে। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টার পর ওই সড়কটি বন্ধ ছিল।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন