নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ক্যালিফোর্নিয়ায় 'ঝড়ো বাতাস' সতর্কতা জারি, ক্ষয়ক্ষতির শঙ্কা
ছবি: এলএবাংলাটাইমস
সান্তা আনা উইন্ডসের প্রভাবে ঝড়ো বাতাসের সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হাই উইন্ডস ওয়ার্নিং বা ঝড়ো বাতাস সতর্কতা জারি করেছে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ মাইল বেগে উত্তরপূর্ব থেকে ঝড়ো বাতাস বইবে। ঘণ্টায় ৭০ মাইল বেগ ধারণ করতে পারে ঝড়ো বাতাস।
দ্য ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়ো বাতাসে গাছ কিংবা বড় বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এনডব্লিউএস জানিয়েছে, ভারি যানবহনসহ অন্যান্য যান চলাচল বাধাগ্রস্থ হতে পারে।
বুধবার বেশকিছু অঞ্চলে সন্ধ্যা ৭টা বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ঝড়ো বাতাস সতর্কতা জারি থাকবে। সেগুলো হল:
১/ লস এঞ্জেলেস কাউন্টি মাউন্টেনস এবং সান্তা মনিকা মাউন্টেনস
২/ ইনল্যান্ড অরেঞ্জ কাউন্টি
৩/ রিভারসাইড কাউন্টি মাউন্টেনস
৪/ স্যান বার্নার্ডিনো কাউন্টি মাউন্টেনস
৫/ দ্য ইনল্যান্ড অ্যাম্পায়ার
৬/ সান্তা আনা মাউন্টেনস এবং ফুটহিলস
৭/ সান জর্জনিয়া পাসের কাছে ব্যানিং
৮/ সান্তা ক্লারিতা ভ্যালি
৯/ ভেনচুরা কাউন্টি মাউন্টেনস
এনডব্লিউএস জানিয়েছে, বাসিন্দাদের গাছপালাপূর্ণ স্থানে সতর্ক হয়ে চলাচল করতে পরামর্শ দিয়েছেন। একইসাথে বাড়ির নিচ তলায় অবস্থান করতেও পরামর্শ দেওয়া হয়েছে।
ঝড়ো বাতাসের পর সপ্তাহ শেষে শীতল আবহাওয়া বিরাজ করতে পারে। রবিবার এবং সোমবার নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন