দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
দ্বিতীয় মেয়াদে পুলিশ প্রধান নিযুক্ত হলেন মিশেল ম্যুর
ছবি: এলএবাংলাটাইমস
দ্বিতীয় মেয়াদে লস এঞ্জেলেস পুলিশ কমিশন এর প্রধান হিসেবে নিযুক্ত হলেন মিশেল ম্যুর। তার প্রতি লস এঞ্জেলেস মেয়র কারেন বেইজের সমর্থন রয়েছে।
সাধারণত পুলিশ প্রধান হিসেবে ৫ বছর পর্যন্ত দায়িত্ব পালন করার সুযোগ থাকে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টে। তবে দ্বিতীয় মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালন করবেন না ম্যুর। মেয়র অফিসের সাথে আলোচনায় তিনি জানান, ২০২৬ বিশ্বকাপ এবং ২০২৮ অলিম্পিক সামনে রেখে তার পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে।
ম্যুরকে (৬২) ২০১৮ সালে সাবেক মেয়র এরিক গারসেটি পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেন। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টে ৪০ বছর যাবত তিনি কাজ করছেন।
বোর্ড অব পুলিশ কমিশনার প্রেসিডেন্ট কমিশনার উইলিয়াম জে ব্রিগেস জানান, ম্যুরের সাথে একাত্ম হয়ে তিনি লস এঞ্জেলেসের নিরাপত্তার জন্য কাজ করে যাবেন।
বদ্ধ দরজা ভোটাভুটির মাধ্যমে ম্যুরে দ্বিতীয় মেয়াদে লস এঞ্জেলেসে পুলিশ প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তবে পুলিশ প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি কোনো বিবৃতি দেননি। তবে এর আগে তিনি জানিয়েছিলেন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলে তিনি সর্বোচ্চ দুই বা তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন