দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
সাইকেল আরোহীকে গাড়ি ধাক্কার পর মারধোরে মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ডানা পয়েন্টে সাইকেল আরোহীকে চাপা দেওয়ার পর মারধোর করে হত্যার অভিযোগে এক গাড়ির চালককে আটক করেছে কর্তৃপক্ষ।
বিকাল ৩টার পর পিসিএইচ অ্যান্ড ক্রাউন ভ্যালি পার্কওয়ের কাছে এই ঘটনাটি হয়।
তদন্তের দায়িত্বে থাকা একজন সার্জেন্ট জানান, পিসিএইচ এর নর্থবাউন্ডে আসার সময় লেক্সাস গাড়ির চালক এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়।
এতে ওই সাইকেল আরোহী সড়কে আছড়ে পড়ে। এরপর গাড়ির চালক গাড়ি থেকে নেমে সাইকেল আরোহীকে এসে মারধোর করে। এতে ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়।
গাড়ির চালক ও সাইকেল আরোহীকে এখনও শনাক্ত করা যায়নি। তাদের নাম-ঠিকানা প্রকাশ করবে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ আসা পর্যন্ত তারা লেক্সাস গাড়ির চালককে আটকে রাখে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাইকেলটি রাস্তায় দুমড়েমুচড়ে আছে এবং লেক্সাস গাড়ির উইন্ডশিল্ড ভেঙ্গে আছে।
ঘটনার পর থেকে পিসিএইচ ক্রাউন ভ্যালি পার্কওয়ে বন্ধ করে রাখা হয়। শেরিফ ডিপার্টমেন্ট ঘটনার তদন্ত করছে বিধায় যান চলাচল সীমিত রাখতে বলা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন