তুরস্ক ও সিরিয়ায় উদ্ধারকারী দল পাঠিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি
ছবি: এলএবাংলাটাইমস
ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীর একটি দল পাঠিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি।
সোমবার (৬ জানুয়ারি) তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। এখন পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এই হতাহতের সংখ্যা আরও বাড়বে।
যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত দুইটি উদ্ধারকর্মী দল ভূমিকম্পে বিপর্যস্ত এলাকায় পাঠানো হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির পাশাপাশি ভার্জিনিয়ার ফেয়ারফেক্স কাউন্টি থেকেও একটি দল উদ্ধারকার্যক্রম চালাতে তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় লস এঞ্জেলেস কর্তৃপক্ষ জানায়, লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ৮১ জন সার্চ অ্যান্ড রেসকিউ কর্মী সেখানে গেছেন। সেই সাথে ছয়টি উদ্ধারকারী কুকুর ও তিনজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে।
ইউএসএইড অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ার জানিয়েছেন, লস এঞ্জেলেস কাউন্টি ও ভার্জিনিয়া কাউন্টির পাঠানো উদ্ধারকারী দল ডিজাস্টার অ্যাসিসট্যান্স রেসপন্স টিমের সাথে একাত্ম হয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন