ফ্রিওয়েতে গাড়ি থেকে গাড়িতে গুলি বিনিময়, তদন্ত চলছে
ছবি: এলএবাংলাটাইমস
লং বিচ ও টরেন্স এরিয়ার ফ্রিওয়েতে গাড়ি চলা অবস্থায় দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময় হয়েছে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টায় ৭১০ ফ্রিওয়ের ৯১ ফ্রিওয়ের ইস্টবাউণ্ডে এই গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।
প্রকাশিত সিসিফুটেজ ভিডিওতে দেখা যায়, সেডান গাড়ির জানালা থেকে একটি সাদা এসইউভি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, দুই গাড়ির যাত্রীরাই একে অপরকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে।
এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার এই ঘটনার পর ফ্রিওয়ের ডানদিকের লেন বন্ধ করে রাখা হয়েছিল। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন