অবশেষে প্রকাশ্যে আসছেন রেকর্ড ২ বিলিয়ন ডলার লটারি বিজেতা!
ছবি: এলএবাংলাটাইমস
অবশেষে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় লটারি বিজেতা প্রকাশ্য আসছেন। সোমবার (১৩ জানুয়ারি) ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে রেকর্ড ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার অর্থের লটারি বিজেতার নাম ঘোষণা করা হবে।
লটারি জিতে নব্য বিলিওনিয়ার হওয়া এই বাসিন্দা এখন পর্যন্ত জনসম্মুখে আত্মপ্রকাশ করেনি।
ক্যালিফোর্নিয়া লটারি এক টুইটার বিবৃতিতে জানায়, নভেম্বর মাসে রেকর্ড ব্রেকিং ২ দশমিক ০৪ বিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপট বিজেতাকে জনসম্মুখে প্রকাশ করবো।
ধারণা করা হচ্ছে, পুলে অংশগ্রহণকারী কোনো দল নয় বরং একজন ব্যক্তিই রেকর্ড পরিমাণ অর্থ জিতেছেন।
টানা ৪১ বার ড্র এর পরেও কোনো বিজেতা না পেয়ে অর্থের পরিমাণ রেকর্ড পরিমাণ হয় এবং গত বছরের নভেম্বর মাসে এই অর্থ জিতে নেয় একটি লটারি।
যেই লটারি রেকর্ড পরিমাণ অর্থ জিতে নিয়েছে, সেটির অবস্থান লস এঞ্জেলেসের ইস্টে আলতাদেনার জো সার্ভিস সেন্টারে বিক্রি হয়েছে। লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, জয়ী টিকিট বিক্রির পুরষ্কার হিসেবে জো শাহিদকে ইতোমধ্যে ১ মিলিয়ন ডলার পুরষ্কার দেয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া লটারি টিকিট সাধারণত পাবলিক স্কুল এবং কলেজে অর্থায়ন করে থাকে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন